ডেভেলপমেন্ট কাপের জন্য শেরপুরে ৭ কিশোর ফুটবলার বাছাই

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

আছাদুজ্জামান মোরাদ ॥ জেলা ক্রীড়া অফিস শেরপুর এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের জন্য অনূর্ধ্ব-১৫ বছর বয়স্ক বালকদের ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা গত ২৩ ফেব্রুয়ারি, ২০২০ খ্রি. তারিখে শেরপুর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়ালীউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত । আরও উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। উক্ত ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা ০৫ টি উপজেলার মোট ৩৫ (পঁয়ত্রিশ) জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। উক্ত টুর্নামেন্টের বিভাগীয় দল গঠনের লক্ষ্যে শেরপুর জেলা হতে সদর উপজেলার মোঃ সুজন, নালিতাবাড়ী উপজেলার জায়েদ বিন মারুফ, সদর উপজেলায় মোঃ ইমন মিয়া, সদর উপজেলার পারভেজ মিয়া, সদর উপজেলার সিয়াম, শ্রীবরদী উপজেলার সেলিম এবং শ্রীবরদী উপজেলার মোঃ মিলন মিয়া এই ০৭ (সাত) জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে বাছাই করা হয়। কোচ সাধন বসাকের নেতৃত্বে এ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন মোঃ জিন্নত আলী, মোঃ মজিবুর রহমান ও খোরশেদ আলম। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন গোলাম শাহরিয়ার রবিন, আব্দুল মান্নান ও মোঃ রাসেল মিয়া।