শেরপুরে মানবাধিকার রক্ষাকর্মীদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে এইচআরডি’দের (মানবাধিকার রক্ষাকর্মী) দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। ২ মার্চ মঙ্গলবার শহরের রঘুনাথ বাজার হোটেল আয়সার ইন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। ইনডিজিনাস পিপল সক্ষমতা উন্নয়ন প্রকল্পের (আইপি) আওতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ওই প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, আইইডি সহ-সমন্বয়কারি হরেন্দ্রনাথ সিং, ইয়ুথ প্রকল্পের ব্যবস্থাপক মানিক পাল, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান, আইপি ফেলো সুমন্ত বর্মন প্রমুখ। জীববৈচিত্র গবেষক ও উন্নয়ণকর্মী পাভেল পার্থ এবং আইইডি সহ-সমন্বয়কারি হরেন্দ্রনাথ সিং প্রশিক্ষনটি পরিচালনা করছেন। এ প্রশিক্ষণে জেলার ক্ষুদ্র জাতিসত্তা কোচ, হদি, রবিদাস ও বর্মন সম্প্রদায়ের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে অধিকারের ধারণা, নাগরিকের দায়িত্ব-কর্তব্য, ক্ষুদ্র জাতিসত্তার নাগরিকের চাহিদা, জাতিসংঘের সার্বজনিন মানবাধিকারের ঘোষণা, মানবাধিকারের লংঘন ও প্রতিরোধ কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া অ্যাডভোকেসি ও লবিং, যোগাযোগ দক্ষতা, প্রশাসন-স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যোগাযোগ, এইচআরডি দক্ষতা, গুণাবলি এবং সমস্যা উত্তরণে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা করা Related posts:ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছানকলায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৩০ গৃহহীন পরিবারশেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Post Views: ২৫০ SHARES শেরপুর বিষয়: