ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১ হারুন অর রশিদ দুদু : “করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নারী নেত্রী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী। Related posts:শেরপুরে শিক্ষার্থীদের কফিন মিছিল অনুষ্ঠিতঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপনশেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Post Views: ৩৬১ SHARES শেরপুর বিষয়: