মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বই মেলা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের ডিসি উদ্যান চত্ত্বরে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বই মেলার সার্বিক প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ফারুক আল মাসুদ, এনডিসি মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদসহ জেলার বিভিন্ন লাইব্রেরী মালিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।