আলায়না ও এরাম তাদের ছোট ভাইয়ের দেখা পেয়েছে : সাকিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ অনলাইন ডেস্ক : দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। আগের দুজনের মতো তার এই সন্তানটিও যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে। সাকিবের পারিবারিক সূত্র থেকে এই খবর পাওয়া গেছে। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার সেজন্য টাইগারদের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন। পুত্র সন্তান হওয়ার খবরটি সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেইসবুকে জানিয়ে দিয়েছেন। সাকিবের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল। “আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ই মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু’আ করবেন।” Related posts:রাসেল ঝড়ে সাকিবদের হারিয়ে ঢাকার প্রথম জয়আফগানদের কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাডোমিঙ্গোর বিরুদ্ধে খেলোয়াড়দের অনেক অভিযোগ আছে: মাশরাফি Post Views: ২৮০ SHARES খেলাধুলা বিষয়: