নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৮ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ডেড হুইস্কি ও ৫১ বোতল ফেনসিডিলসহ হেমন্ত সাংমা (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোরে উপজেলার বিশগিরিপাড়া এলাকা থেকে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। হেমন্ত সাংমা বিশগিরি পাড়া গ্রামের থমাস সাংমার ছেলে। এসময় আরও একজন দৌড়ে পালিয়ে যায়। নালিতাবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে নালিতাবাড়ীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে উপজেলার কাকরকান্দি বাজারে পুলিশি টহল চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশগিরি পাড়া এলাকায় কাকরকান্দি-রামচন্দ্রকুড়া পাকা সড়কে হেমন্ত সাংমাকে আটক করে তার দেহ তলাসী করা হয়। তলাসী করে তার সাথে থাকা একটি স্কুলব্যাগ ভর্তি ৮ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ডেড হুইস্কি ও ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে সঙ্গে থাকা আরও এক মাদক পাচারকারী। এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, আটককৃত হেমন্ত সাংমার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে ইউএনও রুবেল মাহমুদের পদোন্নতি জনিত কারণে বিদায়ী সংবর্ধনাঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপনশেরপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও শপথগ্রহণ অনুষ্ঠিত Post Views: ১৬৪ SHARES শেরপুর বিষয়: