অবশেষে খালেদার সঠিক জন্মদিন প্রকাশ পেল : কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ১০, ২০২১ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবশেষে বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো। সোমবার (১০ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন বেগম জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। প্রকৃতপক্ষে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে। উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। শুধু বঙ্গবন্ধু হত্যাকারীদের খুশি করতে ও খুনিদের উৎসাহিত করতে ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে খালেদা জিয়া জন্মদিন পালন করেন। Related posts:ক্যাসিনো সম্রাটকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছে : তথ্যমন্ত্রীবিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে : কাদেরআমাদের রাজনীতি এখনো হিংসামুক্ত হয়নি : ওবায়দুল কাদের Post Views: ৩০১ SHARES রাজনীতি বিষয়: