শেরপুরে ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ উপহার দিলেন ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্ত

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

বিশেষ প্রতিনিধি : প্রাণঘাতি করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ, দিনমজুর ও ছিন্নমুল মানুষদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত । তিনি তার নিজস্ব তহবিল থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী সহায়তা দিয়েছেন।
১১ মে মঙ্গলবার রাতে নিজ এলাকাসহ শহরের বিভিন্ন মহ্ল্লায় পথচারী শ্রমিকদের মাঝে রাতের আদারে ১০০ জন অসহায়, ছিন্নমুল ও হত দরিদ্র মানুষদের মাঝে ওই সহায়তা তুলে দিয়েছেন। ওই সময় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রিফাত, কামরুল হাসান নয়ন, মাজেদ, সজিব, শুভ, নাঈম, সোহাগ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা শান্ত বলেন, এ মহাদুর্যোগের সময় আমার নিজের সাধ্য মতো নিজস্ব তহবিল থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি, ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে। এই দুর্যোগ সবার জন্য ঝুঁকিপূর্ণ। তাই সরকারি নির্দেশনা মেনে এবং নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে । করোনাভাইরাস সংক্রমণ থেকে দেশ সম্পূর্ণভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান এবং ঈদ শুভেচ্ছা জানান।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, আটা, নুডুলস, তেল, সাবান, হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন উপহার সামগ্রী।