ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২০০ পিছ ইয়াবা সহ নুরে আলম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২৫ মে মঙ্গলবার রাতে উপজেলার কালিবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরে আলম কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মহিলা কলেজ পাড়ার সুলতান আলমের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমানের নির্দেশনায় ঝিনাইগাতী থানার এসআই কলিম ও এএসআই আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক মামলায় নুরে আলমকে ২৬ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান জানান, ঝিনাইগাতী থানাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কালিবাড়ী থেকে ইয়াবা সহ একজন কে গ্রেফতার করা হয়েছে। Related posts:স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার করতে শেরপুরে বিশেষ প্রশিক্ষণশেরপুরে এজেড ৭০০৬ হাইব্রিড ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিতশেরপুরে ভাষা শহীদদের প্রতি জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি Post Views: ৩৬২ SHARES শেরপুর বিষয়: