ইসরায়েলি বাহিনীর হাতে আরও ৩ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

অনলাইন ডেস্ক : পশ্চিম তীরের উত্তরাঞ্চলে গ্রেফতার মিশনে থাকা বিশেষ ইসরায়েলি বাহিনী আরও তিন ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিলো। আজ বৃহস্পতিবার ভোরে তিন ফিলিস্তিনি নিহতের খবর উভয় পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর এএফপি’র।
ইসরায়েলি নিরাপত্তা বিভাগ বলেছেন, নিহত একজন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালিয়েছিল বলে সন্দেহ করা হয়। অন্য দু’জন ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্য,যারা প্রাথমিক গুলি বিনিময়ের ঘটনার সাক্ষী ছিল।
সূত্র : বাসস।