শেরপুরে র্যাবের হাতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে ৯ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৪ জুন সোমবার বিকেলে শহরের সজবরখিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের মুন্সিবাজার এলাকার মৃত করিম মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম মিয়া (৪০) ও পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়া গ্রামের মো. আবুল কালাম (৩০)। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শহরের সজবরখিলা এলাকায় খোয়ারপাড় শাপলাচত্বরগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। ওইসময় আবুল কালাম ও আব্দুল কাইয়ুম মিয়াকে ৯ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করে র্যাব। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৩শ টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল ও ২টি সিমসহ মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার জানান, ওই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতশ্রীবরদীতে নদীর পাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ১ঝিনাইগাতীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Post Views: ১৮৪ SHARES শেরপুর বিষয়: