নকলায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের নকলায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। ৩ জুলাই শনিবার দুপুরে তিনি নকলা পৌরশহরে লকডাউন পরিস্থিতি ঘুরে দেখেন এবং লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। ওইসময় তিনি নকলাবাসিকে উদ্দেশ্য করে বলেন, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদেরকে অবশ্যই সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তিনি বলেন, আমাদের সকলকে বুঝতে হবে সচেতনতাই করোনা সংক্রমণ প্রতিরোধের প্রধান হাতিয়ার। পর্যবেক্ষণকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশার (ভূমি) কাউছার আহাম্মেদ, শেরপুর ভোক্তা অধিকারের সহকারি কমিশনার সালাউদ্দিন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন তৈমুর, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:নকলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তারশেরপুরে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৮ চাঁদাবাজ গ্রেফতারঝিনাইগাতীতে শ্রমিক দল নেতাসহ ৪ জনের কারাদণ্ড Post Views: ১৮০ SHARES শেরপুর বিষয়: