শেরপুরে লকডাউনে কঠোর জেলা প্রশাসন॥ ৪দিনে ২লাখ ৭৭ হাজার ৭শ টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে সড়কে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জেলায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এতে শক্তিশালী জেলা পুলিশের সঙ্গে আছে সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হোটেল-রেস্তোরাঁ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। সোমবার ৫ জুলাই সকাল থেকে শেরপুরের বেশ কিছু সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দিচ্ছে সড়কে। যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বের হয়েছেন তাদের অনেককে জরিমানার মুখে পড়তে হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার নির্দেশনা না মানায় ৬৪ জনের কাছ থেকে ৪৭ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত চারদিনে জেলায় মোট ২৫৬ জনের কাছ থেকে ২লাখ ৭৭ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। Related posts:শ্রীবরদী থানা পরিদর্শন করলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনকরোনার প্রাদুর্ভাবে শেরপুরে পূজি হারিয়ে দিশেহারা মুরগী খামারীরাঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৭৩ SHARES শেরপুর বিষয়: