শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেলেন ২শ ৭০জন সিএনজি অটোরিক্সা চালক। ৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার উপস্থিত থেকে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জিআর নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. জিয়াউল হক, পৌর কাউন্সিলর সেলিমসহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা লকডাউন মেনে চলুন। সেই সঙ্গে ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।