শেরপুরে মানব পাচারকারী দলের নারী সদস্য আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১ বিশেষ প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া এলাকা থেকে সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের নারী সদস্য জরিনা আক্তারকে আটক করেছে পুলিশ। এ সময় কামারচর এলাকায় জরিনার বাবার বাড়ি থেকে মালা আক্তার নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়ছ। রবিবার ১৯ জুলাই দুপুরে তাকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাসে আগে কিশোরী মালা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ওই কিশোরী বাবা হাসেম আলী সদর থানায় জিডি করলেও মেয়ের কোন সন্ধান পাননি। পরে আজ রোববার সকালে জরিনার বাবার বাড়িতে স্থানীয়রা কিশোরীকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জরিনা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার সাথে জড়িত থাকা জরিনার দাবি, এক মাস আগে মালা নিজ ইচ্ছায় তার কাছে আসে। এদিকে অপহৃত কিশোরি বলছে, তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় এবং ভাতের সাথে ঔষধ খাইয়ে অচেতন করে রাখা হতো। এ ব্যাপারে পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ জানিয়েছেন, আটক নারী ভিকটিমের দূর সম্পর্কের দাদী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। Related posts:ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণগজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে জিপ লাইনিং, ঝুলন্ত ব্রীজ ও ক্যাবলকার উদ্বোধন করলেন জেলা প্রশাসকশেরপুরে বাজার মনিটরিংকালে মিষ্টির দোকানে জরিমানা Post Views: ১৯৪ SHARES শেরপুর বিষয়: