শ্রীবরদীতে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

শ্রীবরদী ( শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । ৭ আগষ্ট শনিবার সকালে উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তোফায়েল আহমেদ। ওইসময় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হোসেন মানিক, সাংবাদিক তাসলিম কবির বাবু, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যকর্মী, টিকাদান কারী ও স্বেচ্ছাসেবীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
পরে ইউএনও, ওসি, ইউএইচএফপিও, গণমাধ্যমকর্মী ও অন্যান্যরা উপজেলার ১০টি ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শন করে। এসময় টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি কেন্দ্রে টিকাদান কর্মসূচী শুরু হয়। প্রত্যেক কেন্দ্রে ৬০০ জন লোক টিকা নিতে পারবে।