ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ টাকা বিতরনের আয়োজন করা হয়েছে। ৮ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ। ভিডিও সম্প্রচার অনুষ্ঠান শেষে ৭ জন দুঃস্থ ও অসহায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন ও ৬ জন নারীকে ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেককে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। Related posts:শেরপুরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটও অতিরিক্ত জেলা ও দায়রা জজ’র আগমন উপলক্ষে সংবর্ধনাঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে সাবেক ইউপি সদস্যের ৬ মাসের কারাদণ্ডমাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ Post Views: ১৭৩ SHARES শেরপুর বিষয়: