শেরপুরে জাতীয় শোক দিবসে যুব মহিলা লীগের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ রাজাদুল ইসলাম বাবু (স্টাফ রিপোর্টার) ॥ স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার সকালে শহরের বটতলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর যুব মহিলা লীগের উদ্যোগে শোক র্যালি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে অস্থায়ী কার্যালয়ে জেলা যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সংগ্রামী আহ্বায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, যুব মহিলা লীগের নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, মাহমুদা আক্তার, নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে যুব মহিলা লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতা-কর্মীসহ গরিব-অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। Related posts:শেরপুরে এবার সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র পাচ্ছে ৫ হাজার অসহায় মানুষশেরপুরে ডিবির অভিযানে ২২ বোতল ভারতীয় মদ ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২শেরপুরে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ২০২২ শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা Post Views: ২৮৩ SHARES শেরপুর বিষয়: