আদিবাসী কৃষকদের জুমের ফসল কাটায় ঝিনাইগাতীতে মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীষ্টান পাড়ায় বন বিভাগ কর্তৃক আদিবাসী কৃষকদের জুমের ফসল কাটায় মানববন্ধন ও বিক্ষোভ করে প্রতিবাদ জানালো বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। ১৮ আগস্ট বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনের পাকা সড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে প্রতিবাদ জানানো হয়।
এসময় মানববন্ধন ও বিক্ষোবের সাথে একত্ত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অনিক চিরান, সাবেক সভাপতি রনু নকরেক, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুবির জেংচাস, নালিতাবাড়ি উপজেলা শাখার সভাপতি সোহেল রেমা, শ্রীরবদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাঞ্চন ম্রং, বাগাছাস বকশিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাহুল রাকসাম, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল কোচ প্রমুখ। মানববন্ধনে বক্তারা, শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীষ্টান পাড়া এলাকায় আদিবাসীদের কেটে ফেলা জুম ফসলের ক্ষতি পূরণের জন্য দাবি জানান। একই সঙ্গে এ কাজে জড়িত বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণেরও দাবি জানান তারা। মানববন্ধন শেষে বাগাছাসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবার ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারক আল মাসুদের হাতে তুলে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারক আল মাসুদ বলেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার পক্ষ হতে একটি স্মারকলিপি আমার কাছে পেশ করেছেন। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২১ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে বালিজুরি খ্রীষ্টান পাড়ায় ৫টি আদিবাসী পরিবারের জমিতে রূপনকৃত জুম ফসল বালিজুরি বন বিভাগ কর্তৃপক্ষ কেটে নষ্ট করে দেয়। এ বিষয়ে গত ১৩ আগস্ট আদিবাসী কোচ ও গারো সংগঠনের পক্ষ থেকে শ্রীবরদীর বালিজুরিতেও বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।