প্রয়োজন হলে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২১ অনলাইন ডেস্ক : প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার লন্ডনে সংবাদমাধ্যমে তিনি এ কথা বলেন। বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব। খবর রয়টার্সের এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়। গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবান। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা শান্তি চাই। পুরোনো শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নয় এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারে সম্মান দেখানো হবে। Related posts:বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও বাড়বে: জাতিসংঘপাকিস্তানে প্রচণ্ড গরমে ৬ দিনে মারা গেছে ৫ শতাধিক মানুষরাশিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১৬ Post Views: ১৭৩ SHARES আন্তর্জাতিক বিষয়: