শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনটির শুভ উদ্বোধন করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ। ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ভূমি অফিসের নবনির্মিত ভবনটির শুভ উদ্বোধন করেন তিনি। ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দীক, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বৃক্ষ রোপন করা হয়। ২০১৯-২০ ইং সালে শেরপুর গনপূর্ত বিভাগ ভবনটির নির্মানকাজ সম্পন্ন করে। এছাড়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণের জন্য ২টি জায়গা চিহ্নিতকরণ করা হয়। Related posts:শেরপুরে ৮ বছর পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারশেরপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু আর নেইশেরপুরের দুটি আসনে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী Post Views: ১৭৪ SHARES শেরপুর বিষয়: