ঝিনাইগাতীতে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের (ডিএই অংগ) এর আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে কাজুবাদাম চাষের কলা কৌশলের উপর কৃষক-কৃষাণীদের মধ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিনটি ব্যাচে ৯০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে। কাজুবাদাম চাষের কলা কৌশলের উপর বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া আখতার। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ও কাংশা ইউনিয়নের পাহাড়ী জনপদে পতিত জমি রয়েছে, এ জমিতে কাজুবাদাম ও কফি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে এবং চাষকৃত কাজুবাদাম ও কফি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এছাড়াও পতিত জমিগুলো আবাদের আওতায় আসবে ও বেকারত্ত্ব হ্রাস পাবে। সেইসাথে পুষ্টিকর খাবার নিশ্চিত হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর। Related posts:ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরুঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদানশেরপুর মুক্ত দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি Post Views: ২২০ SHARES শেরপুর বিষয়: