মার্কিন জেনারেলের মন্তব্য ‘তালেবান নিষ্ঠুর’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১ আফগানিস্তানের মাটি থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার পর তালেবানকে ‘নিষ্ঠুর গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিলেন মার্কিন জেনারেল মার্ক মিলি। খবর বিবিসির। আফগানযুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও মন্তব্য করেন, আমাদের ব্যথা ও রাগ দুটোই আছে। তিনি বলেছেন, তালেবান যে আদৌ পরিবর্তন নিয়ে আসবে তা স্পষ্ট নয়। জেনারেল মিলি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আফগানিস্তান থেকে শেষ সেনা প্রত্যাহারে পর প্রথম জনসম্মুখে বক্তব্য রাখেন। বুধবারের সংবাদ সম্মেলনে জেনারেল মিলি ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আফগান যুদ্ধে যারা দায়িত্ব পালন করেন এবং আফগানিস্তান থেকে সফলভাবে লোকজন সরানোর কাজ সম্পন্ন করেন তাদের প্রশংসা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তালেবানের সঙ্গে কাজ করা নিয়ে বলেন, আমরা তালেবানের সঙ্গে খুব সংকীর্ণ ইস্যুতে কাজ করছিলাম এবং সেটা ছিল যতটা সম্ভব মানুষকে বের করে আনার জন্য। Related posts:গত বছর ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদিজাপানে আছড়ে পড়ছে নজিরবিহীন সুপার টাইফুন হাবিগিসইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, পুলিশ নিহত Post Views: ১৬৪ SHARES আন্তর্জাতিক বিষয়: