টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ টানা দুই ম্যাচে জয়। বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ সিরিজ নিজেদের করে নেয়ার। সেটাও আবার দুই ম্যাচ হাতে রেখেই। মিরপুরে সিরিজ জয়ের মিশনে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা। ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পায় টাইগাররা। দ্বিতীয়টিতে অবশ্য ‘সেয়ানে সেয়ানে’ লড়াই হয়েছে। বাংলাদেশের ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল কিউইরা। যদিও শেষ রক্ষা হয়নি। হারতে হয়েছে ৪ রানে। Related posts:মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন যিনি৪৫ রানে কেনিয়াকে গুটিয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল জয়ইউরোতে থামল রোনালদোর যাত্রা, সেমিফাইনালে ফ্রান্স Post Views: ১৯৫ SHARES খেলাধুলা বিষয়: