শ্রীবরদীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ সভা

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী-কর্ণজোড়া জিসি রোডের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বুধবার সকালে শ্রীবরদী আইডিয়াল টেকনিকেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মো জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র মো আলী লাল মিয়া। আর,আই,টিপি-২ প্রকল্পের সোসালজিস্ট মো জাহিদুল ইসলামের সঞ্চালনায়, এ সময় অন্যান্যের মধ্যে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো শরাফ উদ্দিন, আরটিআইপির প্রতিনিধি মো মাহফুজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিশ্বব্যাংকের অর্থায়নে সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আর আই টিপি ২ এর আওতায় ১১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার ৩ শত ১০ মিটার রাস্তা প্রশান্ত করন ও মেরামত করা হবে।