শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১ শ্রীবরদী প্রতিনিধি : ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির একটি দল বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বিজিবি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় ৫ টি গরু আটক করেছে। বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে ১০৯৬ সীমান্ত পিলার এলাকা থেকে আটক গরু গুলো চোরাকারবারীরা আনছে এমন তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের ধাওয়া দিলে কর্ণজোড়া শয়তান বাজার বড় ব্রিজের নিচে গরু রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে রাত ২ টা ৩০ মিনিটের সময় গরুগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো শহিদুল ইসলাম। এ প্রসঙ্গে তাওয়াকুচা বিজিবি ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো শহিদুল ইসলাম শনিবার সকালে গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটক গরু গুলো সিজার লিস্ট করে নিলামে বিক্রি করা হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে। Related posts:সড়ক দুর্ঘটনায় নিহত শেরপুরের তানাজ জিপিএ-৫ পেয়েছেশ্রীবরদীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিতশ্রীবরদীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার! Post Views: ১২৬ SHARES শেরপুর বিষয়: