শেরপুরে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন পুলিশ সুপার

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

স্টাফ রিপোর্টার : শহরের যানজট নিয়ন্ত্রণে শেরপুরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। ২৬ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টায় শেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। ওইসময় তিনি বলেন, শেরপুরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শহরের সবচেয়ে ব্যাস্ততাময় মোড় খোয়ারপাড় শাপলা চত্বরে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সর্বসাধারণ উপকৃত হবেন।

ওইসময় শেরপুরের পুনাক সভানেত্রী, পুুলিশ সুপারের পত্নী কাজী মোনালিসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, পুলিশ পরিদর্শক টিআই জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর আহমদ, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ রেজাউল হক, ডিআইও -১ জাহাঙ্গীর হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম ভূইয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ট্রাফিক সার্জেন্ট রুবেল মিয়া ও জাহাঙ্গির আলমসহ ট্রাফিক বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।