ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ হারুন অর রশিদ দুদু : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার এসআই কাজল চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য আবু তাহের, আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সেন, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়সহ আরো অনেকেই। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, ২০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় জানানো হয় এবছর ঝিনাইগাতী উপজেলায় ২০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। Related posts:শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিতশ্রীবরদীতে কিশোর বিপ্লব হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতারনকলায় পিকআপ ভ্যান চাপায় প্রাণ গেল গৃহবধূর Post Views: ২২২ SHARES শেরপুর বিষয়: