জনগণের প্রতি কমিটমেন্ট থাকলে নির্বাচনে অংশ নিবে বিএনপি : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তাদের ভালো বুঝেন। যদি জনগণের জন্য তাদের কোনো কমিটমেন্ট বা অঙ্গীকার থাকে তাহলে তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কারও যদি অঙ্গীকার ও বিশ্বাস থাকে, তারা অবশ্যই নির্বাচনে যোগদান করবেন। আমি মনে করি দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

৯ অক্টোবর শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী একাডেমির ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
তিনি আরও বলেন, স্থায়ীভাবে দেশের দারিদ্র্য বিমোচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আওতায় বার্ড লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে লালমাই অঞ্চলের পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়নে বিভিন্ন কম্পোনেন্ট বাস্তবায়ন করছে। তিনি সরকারের অগ্রাধিকারভুক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ মশিউর রহমান। বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলনে আরও বক্তব্য রাখেন বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, বার্ডের পরিচালক প্রশিক্ষণ আব্দুল কাদের।