ইরানের প্রথম প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর আর নেই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রথম প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর আর নেই। আজ ৯ অক্টোবর শনিবার ফ্রান্সে নির্বাসিত অবস্থায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৮৮ বছর। খবর রয়টার্স ও এএফপির। জানা গেছে, প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর দীর্ঘ অসুস্থতার পর শনিবার প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিজ দেশে তার সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলে এক পর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যান। বাকি জীবন তার সেখানেই কাটে। উল্লেখ্য. ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ১৯৮০ সালের জানুয়ারিতে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশটির ইসলামি বিপ্লবীদের সহায়তায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে সদরের তেমন কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না। Related posts:হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি সেনা আহতগাজায় ফের ইসরায়েলের হামলাহুমকির পরও লাহোর র্যালিতে সশরীরে থাকছেন ইমরান! Post Views: ১৮০ SHARES আন্তর্জাতিক বিষয়: