নেপালে বন্যা-ভূমিধসে ৪৩ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১ নেপালে টানা ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ আছেন ৩০ জন। ২০ অক্টোবর বুধবার নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বসন্ত কুমার বলেন, গত তিনদিনের টানা ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। তিনি জানান, রাজধানী কাঠমান্ডু থেকে সাড়ে তিনশ’ কিলোমিটার পশ্চিমে সেতি গ্রামে বন্যায় দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন। খারাপ আবহাওয়ার কারণে গতকাল উদ্ধারকর্মীরা গ্রামটিতে যেতে পারেনি। আজ তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভাসিয়ে নিয়ে গেছে। নেপালের টেলিভিশনের খবরে বন্যার পানিতে ফসল তলিয়ে যেতে দেখা গেছে। Related posts:যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ ছাড়িয়েছে ৩৬ ট্রিলিয়ন ডলারভারতে সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হলোইরানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত ১৩ Post Views: ১৭৮ SHARES আন্তর্জাতিক বিষয়: