‘তোমাদের জন্য দেশ গর্বিত’ বাবর আজমদের অভিনন্দনে প্রধানমন্ত্রী ইমরান খাঁন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১ বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। এর আগে ১২বারের মুখোমুখিতে প্রতিবারই ফিরতে হয়েছে হার নিয়ে। এবার সে ইতিহাস পরিবর্তন করল পাকিস্তান। দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান। ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই প্রথম জয় পাকিস্তানের। ভারতের পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা আদায় করে নিলেন বাবর আজমরা। ১০ উইকেটের জয় শেষ হতেই বাবর আজম, রিজওয়ানদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ইমরান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’ ইমরানের অভিনন্দন-বার্তায় রিজওয়ানের পাশাপাশি উঠে এসেছে শাহিন আফ্রিদির কথাও।রিজওয়ান এবং শাহিনের ‘অসাধারণ পারফরম্যান্স’-এর উল্লেখও করেছেন ইমরান। লিখেছেন, ‘দেশ তোমাদের সকলের জন্য গর্বিত!’ Related posts:মেসিকে নেইমারের ফোন, পিএসজিতে চলে আসো বন্ধু!বিশ্বকাপের পর বাংলাদেশে আসছে পাকিস্তান দলএবারের বিপিএলে ২-৩ জন নতুন খেলোয়াড় উঠে আসবে, বিশ্বাস সাকিবের Post Views: ১৯০ SHARES খেলাধুলা বিষয়: