শ্রীবরদীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও আইন শৃঙ্খলা সংক্রান্তে সুধীজনদের সাথে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে অক্টোবর রবিবার দুপুরে থানা চত্বরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা প্রতিরোধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো হাসান নাহিদ চৌধুরি।

ওইসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুহসিনুল বারী রুমি, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, আব্দুল হালিম, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল হাশিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো ফরিদুজ্জামান, ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রওশন আরা আজাদ,সহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিট পুলিশিং কমিটির সদস্য,রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বীর প্রতীক বার কমান্ডার জহুরুল হক মুন্সি , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো আমিনুল ইসলাম, মো হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা এমএ মোনায়েম, আওয়ামী লীগ নেতা আনোয়ার পারভেজ প্রমুখ।