শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী কাশেম মোল্লার’র মৃত্যুতে সাবেক এমপি শ্যামলীর শোক প্রকাশ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লার বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী কাশেম মোল্লার (৬০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ৪ নভেম্বর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওই শোক প্রকাশ করেন শেরপুরের সাবেক সংসদ সদস্য শ্যামলী।

জানা যায়, ৩ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন শহরের পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী কাশেম মোল্লা। তার মৃত্যুর খবর শুনে জেলা শহরের সর্বস্তরের ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা তার ঢাকলহাটী বাস ভবনে দেখতে যান।
পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী কাশেম মোল্লা বুধবার দুপুরে শহরে কাজ শেষে মোটর সাইকেল যোগে ঢাকলহাটী বাসায় ফেরার পথে সজবরখিলা মহল্লার সড়কে পৌঁছামাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মোটর সাইকেল থেকে পড়ে যান। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই দিন বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে, ভাইসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কাশেম মোল্লার বাস ভবন সংলগ্ন চাতালে ১ম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাযার নামাজে আত্মীয়-স্বজন, বন্ধু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্যক মুসুল্লীগণ অংশগ্রহণ করেন। তার প্রথম জানাজায় অংশ নেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, জেলা আওয়াী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা, জেলা চালকল মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সেলিম, জেলা বিএনপি নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দিঘারপাড় বাদ যোহর দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।