ঝিনাইগাতীতে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

হারুন অর রশিদ দুদু : স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ৮ নভেম্বর সোমবার বিকেলে ঝিনাইগাতীর খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে।

ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকের সঞ্চালনায় জনসভায় জাসদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় কৃষকজোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাত হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা জাসদের সহ-সভাপতি রফিকুল বারী ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নানসহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীগণ।