ঝিনাইগাতীতে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১ হারুন অর রশিদ দুদু : স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ৮ নভেম্বর সোমবার বিকেলে ঝিনাইগাতীর খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে। ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকের সঞ্চালনায় জনসভায় জাসদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় কৃষকজোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাত হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা জাসদের সহ-সভাপতি রফিকুল বারী ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নানসহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীগণ। Related posts:নকলার এসিল্যান্ডকে জামালপুরে বদলিশেরপুরের নকলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে জরিমানাশেরপুরে ডিম ও মুরগির দোকানে অভিযান, ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা Post Views: ১৬৯ SHARES শেরপুর বিষয়: