শেরপুরে মৃত বন্যহাতি উদ্ধার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

শেরপুর শ্রীবরর্দী উপজেলার বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের অধীনস্থ মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে শেরপুর বন বিভাগ। কয়েকদিন ধরেই সীমান্তে ব্যাপক হাতির উপদ্রপ বেড়েছে। হাতিটি রাত তিনটার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিল বলে এলাকাবাসি জানিয়েছে।

বন বিভাগের ধারণা সবজির বাগান রক্ষায় বাগানের চারদিকের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা যেতে পারে। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫/৩০ হতে পারে।
বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোরের দিকে ওই মৃত হাতি উদ্ধার করা হয়েছে। হাতির মরদেহ ময়নাতদন্ত করা হলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।