শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশ অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশ অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে এটাই আমাদের প্রত্যাশা।” বুধবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নূর হোসেনের আত্মত্যাগ আমাদের গৌরবময় হয়ে আছে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্খিত গণতন্ত্রকে শৃংখল মুক্ত করেছে।” তিনি আরও বলেন, “এই দিনে আমাদের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।” আজ বুধবার ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন তিনি। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাক যাক’ স্লোগান ধারণ করে মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন। বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্নত্যাগ একটি তাৎপর্যপূর্ণ এবং প্রেরণাদায়ী ঘটনা। শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং অব্যাহত লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন হয়। Related posts:বিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ : তথ্য ও সম্প্রচারমন্ত্রীবিদেশের বড় ডাক্তার এনে খালেদার চিকিৎসা করালে বাধা দেবে না সরকার : আইনমন্ত্রীবঙ্গবন্ধু কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান করার পরিণতি হবে ভয়াবহ : ওবায়দুল কাদের Post Views: ২৬৪ SHARES রাজনীতি বিষয়: