ঝিনাইগাতীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন, উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। বিকেলে যুবলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক এমপি এমএ বারীর পুত্র আওয়ামী নেতা মোহসিনুল বারী রুমি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, শামছুল আরেফীন, মহিলা আওয়ামীলীগের আহবায়িকা আয়শা সিদ্দিকা রুপালীসহ যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীগণ। আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। Related posts:নকলা মুক্ত দিবস আজশেরপুরে অপহরণের পর মুক্তিপণ দাবি ॥ ২ যুবক আটক, অপহৃত ব্যক্তি উদ্ধারআজ ঝিনাইগাতী মুক্ত দিবস Post Views: ২৫৩ SHARES শেরপুর বিষয়: