নালিতাবাড়ীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ইটভর্তি ট্রলির ধাক্কায় আরবী (২) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ১৪ নভেম্বর রবিবার সকালে উপজেলার রাজনগর তেলের মিল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আরবী ওই গ্রামের আনসার আলীর মেয়ে।

জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে শিশু আরবী নালিতাবাড়ী উপজেলার রাজনগর তেলের মিল এলাকায় পাকা রাস্তার অপরপাশে দাঁড়িয়ে থাকা তার দাদা রসুল মিয়ার কাছে যেতে দৌড় দেয়। ওইসময় শেরপুর থেকে নন্নীগামী ইটভর্তি একটি ট্রলির ধাক্কায় আরবী ঘটনাস্থলেই মারা যায়।
নালিতাবাড়ী থানার এসআই ঈমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।