শ্রীবরদীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১ শেরপুররের শ্রীবরদী থানাধীন চর হাবর গ্রামে ১৫ নভেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ২২২টি ইয়াবা বড়িসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার চর হাবর গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে মো. আবুল হাসেম ওরফে কালা নুরানী (৩৪) ও মৃত ইসাহাক আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩০)। র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল ১৫ নভেম্বর সন্ধ্যা সোয়া ৫টার দিকে শেরপুরের শ্রীবরদী থানাধীন চর হাবর গ্রামস্থ সজীব জেনারেল স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২২২টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৬০০ টাকা। র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:শেরপুরের নালিতাবাড়ীতে উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষে কৃষক প্রশিক্ষণশেরপুরে জেলা লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিতশেরপুরে ঝিনাইগাতীর কোচপল্লীতে করোনা সচেতনতা ক্যাম্পেইন Post Views: ২৮৩ SHARES শেরপুর বিষয়: