কাউন্টার টেরোরিজমের ডিসি হলেন শেরপুরের সন্তান শহিদুল্লাহ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

ডিএমপি পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), শেরপুরের কৃতি সন্তান মোহাম্মদ শহীদুল্লাহকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ১৫ নভেম্বর সোমবার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম সই করা এক অফিস আদেশে ওই তথ্য জানানো হয়। এর আগে ২৪ মে থেকে তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন মো. শহিদুল্লাহ।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জন্মগ্রহণকারী ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।