রাজনৈতিক উদ্দেশ্যে খালেদাকে বিদেশ পাঠাতে চায় বিএনপি : তথ্য ও সম্প্রচার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১ বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, সেখানে (বিদেশ) গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন। যেটি এখন করছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তার সাজা মওকুফ করা হয়নি। তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা তিনি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। এর আগে মন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। তিনি সন্ধ্যায় কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ জন বিশেষ তরুণকে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। Related posts:রাজনীতিতে আসছেন শেখ হাসিনার পুত্র জয়৭ দেহরক্ষীসহ যুবলীগের জি কে শামীম আটকআগস্ট মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা Post Views: ১৯৩ SHARES রাজনীতি বিষয়: