নালিতাবাড়ীতে নবনির্বাচিত চেয়ারম্যানের ‘গায়ে হলুদ’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১ ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ মাস্টার। তার ধারাবাহিক এই বিজয় উদযাপনে ২৯ নভেম্বর সোমবার ব্যতিক্রমী এই আয়োজন করেন তার প্রতিবেশী ও পরিবারের লোকজন। মেহেদী রাঙা হাত, গায়ে কাঁচা হলুদ। দেখে মনে হতে পারে- কোনো যুবকের বিয়ে আয়োজন চলছে। কিন্তু না, এটা ভোটে জেতার পর এক চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে পরিবার ও প্রতিবেশীর উদযাপনের দৃশ্য। জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে রবিবার শেরপুরের ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ মাস্টার। তার ধারাবাহিক এই বিজয় উদযাপনে আজ সোমবার ব্যতিক্রমী এই আয়োজন করেন তার প্রতিবেশী ও পরিবারের লোকজন। জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদ ৩ হাজার ৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (চশমা প্রতীক) ২ হাজার ৮৫০ এবং স্বতন্ত্র রেজাউল করিম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। বিজয়ী হওয়ার পর উপজেলার ছালুয়াতলা নিজ বাড়িতে স্বজন, ও নাতি-নাতনিরা মিলে বিয়ের মতো করে হাতে মেহেদী এবং গায়ে হলুদ দিয়ে গোসল করান চেয়ারম্যান আসাদকে। গোসল শেষে তাকে নতুন জামাইয়ের মতো টাকা দিয়ে বরণ করে নেন এলাকাবাসী। এ ব্যাপারে চেয়ারম্যান আসাদ গণমাধ্যমকে বলেন, ‘আমার অনিচ্ছা থাকলেও তারা বাধ্য করে। পরে তাদের খুশি করার জন্যই রাজি হই।’ Related posts:নালিতাবাড়ীর পাহাড় কেটে রাস্তা ও বাড়ী নির্মাণশ্রীবরদীতে নির্যাতনে নিহত গৃহকর্মীর বাড়িতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমবিজয় টিভি প্রতিনিধিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শেরপুরে প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত Post Views: ৩১৭ SHARES শেরপুর বিষয়: