মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন যিনি

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

আলেকজিয়া পুতেয়াস এবার নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনা নারী দলের এই মিডফিল্ডারের। ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৬ গোল করেন পুতেয়াস। তাই প্রত্যাশিতভাবেই ব্যালন ডি’অর উঠল তার হাতে।

স্পেনের শীর্ষ ঘরোয়া লিগ জয় করেছেন। পাশাপাশি বার্সেলোনার জার্সিতে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে তার নেতৃত্বেই চেলসির বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। ওই ম্যাচে একটি গোলও করেন তিনি।
এদিকে, সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৬ ম্যাচ খেলে তার পা থেকে এসেছে ৩০ গোল। দল হিসেবে বার্সার পারফরম্যান্স হতাশাজনক হলেও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি।
ভোটাভুটিতে বায়ার্ন মিউনিখের গোলমেশিন জামার্নি তারকা রবের্ত লেওয়ানডস্কি হারিয়ে নিজের সর্বোচ্চসংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ডকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন ৩৪ বছর বয়সি এই আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার।