সরকার অবৈধ হলে সরকারের কাছেই কেন দাবি করছেন প্রশ্ন ওবায়দুল কাদেরের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ ‘খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তা হলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?’ ওবায়দুল কাদের ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ প্রশ্ন রাখেন। তিনি বলেন, এই সরকার অবৈধই বা হয় কী করে? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না। Related posts:জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেনা, সম্পাদক হাসিনাগণহত্যা নিয়ে পাকিস্তানের ভাবধারায় কথা বলছে বিএনপি : কাদেরবিএনপি ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে: কাদের Post Views: ২০৭ SHARES রাজনীতি বিষয়: