শেরপুরে মধুটিলা ইকোপার্ক সড়কের কালভার্ট ভেঙে যান চলাচলে দুর্ভোগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে স্থাপিত অন্যতম বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্কে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের শেরপুর-নন্নী-ধুপাকুড়া এলাকায় একটি কালভার্ট ভেঙ্গে গেছে। এতে ইকোপার্কে আসা পর্যটক, এলাকার মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের যাওয়ার অন্যতম এলজিইডির প্রধান সড়কের ধুপাকুড়া এলাকায় প্রায় দুইমাস ধরে কালভার্টটির মাঝখানের অংশের ঢালাই ভেঙ্গে গিয়ে রড বের হয়ে পড়ায় ছোটবড় যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। ইতোমধ্যেই বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মোটরসাইকেলসহ অটোরিক্সা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান। ফলে এলাকাবাসীসহ মধুটিলা ইকোপার্কে দেশের দূর-দূরান্ত থেকে বনভোজন ও শিক্ষা সফরে আসা পর্যটকদের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে কালভার্টটি ভাঙ্গার কারণে ইকোপার্কে প্রবেশের মাত্র ১ কিলোমিটার রাস্তার স্থলে বিকল্প পথে প্রায় ১০/১৫ কিলোমিটার রাস্তা ঘুরে ইকোপার্কে যেতে হচ্ছে। ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কে ভ্রমণে আসা বাসচালক রাজু মিয়া বলেন, কালভার্ট ভাঙ্গার কারণে অতিরিক্ত রাস্তা ঘুরতে সময় ও ব্যয় দুটিই বেশি লাগে। তাই কালভার্টটি দ্রুত মেরামত করা দরকার। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই কালভার্টটি ভাঙ্গার বিষয়টি অবগতির মাধ্যমে প্রয়োজনীয় চাহিদা পত্র পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই সমাধান করা যাবে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ও যানবাহন চলাচলের জন্য ভাঙ্গা কালভার্টটি মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে তীব্র তাপদাহে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনওঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত Post Views: ২১৩ SHARES শেরপুর বিষয়: