ঝিনাইগাতীতে সাংবাদিকের মাতৃবিয়োগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২ শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিক মো. শাহজাহানের মাতা হালিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ জানুয়ারি রবিবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের পুর্ব গজারিকুড়া গ্রামে নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। একইদিন বিকেলে তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক শাহজাহানের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব ঝিনাইগাতীর সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সোমবার সাংবাদিক শাহজাহানের পিতা কলিম উদ্দিন দেওয়ানীর মৃত্যু হয়। সেই শোক কেটে উঠতে না উঠতেই মাত্র ৬ দিনের ব্যাবধানে তার মায়ের মৃত্যু হল। Related posts:ইউপি নির্বাচন: নকলা ও নালিতাবাড়ীতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জামনালিতাবাড়ীর পোড়াগাঁও গ্রামের ডালিম মিয়া পেল হুইল চেয়ার উপহারঢাকা দক্ষিণ সিটিতে নৌকার মাঝি তাপসের পক্ষে যুব মহিলা লীগের ব্যাপক গণসংযোগ Post Views: ১৬৩ SHARES শেরপুর বিষয়: