টি-টোয়েন্টি ক্রিকেটে এলো নতুন নিয়ম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২ টি-টোয়েন্টি এমনিতেই বেশ জমজমাট ক্রিকেট। এখানে বেশ কিছু নিয়মও বাকি দুই ফরম্যাটের চেয়ে আলাদা। এবার ফরম্যাটটিতে নতুন এক নিয়ম এনেছে আইসিসি। স্লো ওভার রেটের জন্য শাস্তি এতদিন দেওয়া হতো ম্যাচের শেষে। এখন সেটি দেওয়া হবে খেলার মাঝখানে। ইনিংস শুরুর আগেই যেকোনো দলকে জানিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট সময়। এর মধ্যেই শেষ ওভার শুরু করতে হবে। সেটা না করতে পারলে শাস্তি পাবে ওই দল। ইনিংসের বাকি সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত দ্য হান্ড্রেডে এই নিয়মের সফল ব্যবহার দেখে আন্তর্জাতিক ক্রিকেটেও এই নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও পানি পানের বিরতি দেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে চলতি মাসেই এসব নিয়মের প্রয়োগ দেখা যাবে। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজেও এখন থেকে ইনিংসের মাঝে আড়াই মিনিটের বিরতি নিতে পারবে যেকোনো দল। যদিও এর জন্য ম্যাচের আগেই দুই দলকে সম্মতি জানাতে হবে। Related posts:আফগানদের হটিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা৩৩০ রানে শেষ বাংলাদেশকঠিন সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব Post Views: ১২১ SHARES খেলাধুলা বিষয়: