নেত্রকোনায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে ১৫ চেয়ারম্যান প্রার্থীর

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

নেত্রকোনার মদন উপজেলার ৮টি ইউপিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে ফতেপুর ইউপিতে নৌকার প্রার্থী মো. জহিরুল ইসলাম চৌধুরী (নৌকা) ও কাইটাইল ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী মো. খায়রুল ইসলামের (লাঙ্গল) জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ইউপি নির্বাচন বিধিমালা অনুযায়ী, নির্বাচনে ভোটারদের দেওয়া মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জানা গেছে, ১৫ প্রার্থী নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। প্রার্থীরা হলেন- ১ নম্বর কাইটাইল ইউপিতে জাপার প্রার্থী মো. খায়রুল ইসলাম, ২ নম্বর চাঁনগাও ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন , ৩ নম্বর মদন ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এম এ আহাদ, ৪ নম্বর গোবিন্দশ্রী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এম এ মালেক , ৫ নম্বর মাঘান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. মোশতাক আহমেদ চৌধুরী, ৬ নম্বর তিয়শ্রী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আকন্দ, আসাদুজ্জামান আজাদ, তোফায়েল খাঁন, মো. আবুল কালাম আজাদ, মো. সাজেদুর রহমান, ৭ নম্বর নায়েকপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান তালুকদার হীরা (ঘোড়া), ৮ নম্বর ফতেপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এজাজুর রহমান, খোকন তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান এবং ফতেপুর ইউপিতে নৌকার প্রার্থী মো. জহিরুল ইসলাম চৌধুরী।
মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল বলেন, প্রাপ্ত বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। মদনে এবার ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।