নালিতাবাড়ীতে অটোরিক্সা চাপায় শিশু নিহত

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নানীর সাথে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিক্সা চাপায় আলমিনা খাতুন (৪) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। ১২ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার গাগলাজানী তালতলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আলমিনা খাতুন গাগলাজানী গ্রামের আলম মিয়ার কন্যা।

জানা যায়, বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানী গ্রামে নানীর সাথে আলমিনা খাতুন একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়ি ফিরছিলো। ওইসময় শেরপুর থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি ব্যাটারিচালিত অটোরিক্সা পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই চালক অটোরিক্সা রেখে পালিয়ে যায়। পরে নিহতের নানীর ডাকচিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।